পুতিন লাপাত্তা


প্রকাশিত: ১১:০৩ এএম, ১৪ মার্চ ২০১৫

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের মধ্যে প্রথম স্থানে থাকা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি এখন লাপাত্তা। এ নিয়ে রাশিয়ায় বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, সর্বশেষ ৫ মার্চ ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে বৈঠক করতে দেখা যায় রুশ ‘লৌহমানব’ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। এর পর গত এক সপ্তাহের বেশি সময় পার হলেও জনসম্মুখে তাকে আর দেখা যায় নি।

এছাড়া গত সপ্তাহে পুতিনের কাজাকিস্তান সফর এবং দক্ষিণ ওশেটিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক চুক্তি স্বাক্ষরের কথা ছিল। কিন্তু হঠাৎ করেই তার মুখপাত্র সফর বাতিলের ঘোষণা দেন। এছাড়া ওই প্রতিনিধিদের মস্কো আসতেও বারণ করা হয়।

এমনকি রাশিয়ার অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফএসবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বার্ষিক বৈঠকেও দেখা মেলেনি পুতিনের। এ সব ঘটনায় গুজব আরও চাউর হয়ে উঠেছে। দেশটির জনগণ এখন জানতে চায় পুতিন কোথায় আছেন। তিনি কি রাশিয়ায় আছেন না নিখোঁজ রয়েছেন।

এ নিয়ে রাশিয়ায় ফেসবুক, টুইটার ও ব্লগসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়ে ওঠেছেন অনেকে। তারা অনেক আশঙ্কার কথা বলছেন। এমনকি প্রাসাদ ষড়যন্ত্রের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না কেউ কেউ।

তবে এসব প্রশ্নের উত্তরে পুতিনের মুখপাত্র দিমিত্রি এস পেসকভ পুতিন ভাল আছেন বলে জানালেও তার এ বক্তব্য দায়সারা বলেই মনে করা হচ্ছে।

এদিকে, পুতিনের হদিসের ব্যাপারে যুক্তরাষ্ট্র কিছু জানে কি না কিংবা প্রেসিডেন্ট বারাক ওবামাকে এ ব্যাপারে কিছু জানানো হয়েছে কি না তা জানাতে স্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের মুখপাত্র এরিক সুলজ বলেন, এক বিশ্বনেতার হদিস নিয়ে আমরা যথেষ্ট ঝামেলার মধ্যে আছি। রুশরাই পুতিনের নিখোঁজের ব্যাপারে ভাল বলতে পারবে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।