চীনে মিয়ানমারের বিমান হামলা, নিহত ৪


প্রকাশিত: ১১:৪৩ এএম, ১৪ মার্চ ২০১৫

মিয়ানমারের বিমান বাহিনী চীনের ইউনান প্রদেশে হামলা চালিয়েছে। এতে চীনা চার বেসমসারিক লোক নিহত এবং ৯ জন আহত হয়েছে। শুক্রবার রাতে এ হামলার ঘটনা ঘটে। খবর শিনহুয়া।

চীনের সরকারি বার্তা সংস্থা, সিসিটিভি এবং পিপলস ডেইলির খবরে বলা হয়, প্রতিবেশী মিয়ানমারের বিমান বাহিনী চলতি সপ্তাহের প্রথম দিকেও একবার হামলা চালিয়েছিল। তবে ওই হামলায় বেসামরিক বাড়ি ধ্বংস হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। হামলার ঘটনায় পরে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে।

এদিকে, শুক্রবারের হামলার ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে চীন। চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিউ ঝেনমিন মিয়ানমারের রাষ্ট্রদূত থিট লিন ওহ-কে শনিবার রাতে তলব করেন। এ সময় তিনি ঘটনার কড়া প্রতিবাদের পাশাপাশি ঘটনা তদন্তে মিয়ানমার সরকারের কাছে দাবি জানান। এছাড়া হামলায় জড়িতদের বিচারের মুখোমুখি এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মিয়ানমারের রাষ্ট্রদূতকে বলা হয়।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।