বৃটেনে মুসলিমদের জন্যে প্রথম বেতার কেন্দ্র


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০১৫

বৃটেনে চালু হতে যাচ্ছে মুসলমানদের জন্যে প্রথম ইসলামিক বেতার কেন্দ্র। ব্রিটিশ মিডিয়া নিয়ন্ত্রক অফকম নিশ্চিত করে জানিয়েছে যে সাউন্ড ডিজিটাল, আর্কিভা, বায়োর এবং ইউটিভি মিডিয়াকে ১৪টি জাতীয় বেতারকেন্দ্রের সম্প্রচারের লাইন্সেস দেয়া হয়েছে।

নতুন বেতারকেন্দ্রটি ব্রিটিশ মুসলিম রেডিও নামে পরিচিত হবে বলে জানিয়েছেন এশিয়ান সাউন্ড রেডিও। ম্যানচেষ্টারে স্থাপন করা হবে প্রথম কেন্দ্রটি। এখান থেকে বিভিন্ন এশিয়ান সঙ্গীত ও বক্তব্য ছাড়াও আরো অন্যান্য ইসলামিক অনুষ্ঠান প্রচার করা হবে।

আরো জানা যায়, রেডিওটি ইংরেজি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি ও বাংলাসহ মোট পাঁচটি ভাষায় হবে সম্প্রাচিত হবে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।