বর্ণবাদের শিকার ছিলেন মিসেস ওবামা


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২৯ মার্চ ২০১৫

নিজের ব্যাক্তিগত জীবনে বর্ণবাদের শিকার হয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা। শনিবার রাতের ‘ব্ল্যাক গার্লস রক’ নামের এক অনুষ্ঠানে গিয়ে নিজের বক্তব্যে এ কথাই জানালেন আমেরিকার ফাস্ট লেডি।

মজার ব্যাপার হলো, উক্ত অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে তার নাম ছিলোনা। কিন্তু শেষ পর্যন্ত তিনিই মাতিয়ে রাখলনে সবাইকে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাডা পিংকেট স্মিথ, এরিখা বাদু, সিসল টাইসন, আভা ডুবার্নে, নাদিয়া লোপেজ ও হেলেনা গেইল।

মিসেস ওবামা উপস্থিত দর্শক যার অধিকাংশই ছিলো কালো বর্ণের তরুণী তাদের উদ্দেশ্য করে বলেন ‘তাদের পরিহার করো যারা বলে তোমরা যথেষ্ট ভালো নয়!’ তিনি আরো বলেন শিক্ষা ছাড়া সাফল্য অসম্ভব।

সেসময় তিনি বর্ণবাদের শিকার হওয়ায় নিজের জীবনের নানান প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন সবার সামনে।

এক পর্যায়ে অনুষ্ঠানের নাম উচ্চারণ করে সমবেত দর্শকদের উদ্দেশ্যে বলে উঠেন ‘ব্ল্যাক গার্লস রক’।

রাআহা/এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।