তুর্কি বিমানে বোমাতঙ্ক, জরুরী অবতরণ


প্রকাশিত: ০২:০৯ পিএম, ৩০ মার্চ ২০১৫

বিমান আতঙ্কের হিড়িক পড়ে গেল কিনা! ক`দিন আগেই জার্মানউইং বিধ্বস্ত হলো ফ্রান্সের আল্পস পর্বতে। এবার তুরস্কের টিকে-১৫ বিমানের শৌচাগারে শক্তিশালী বোমা থাকার সংবাদে জরুরী অবতরণ করতে হলো বিমানটিকে। খবর ডেইলি স্টার।

বিমানটি ২৫৬ যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুল থেকে ব্রাজিলের সাওপাওলো যাচ্ছিলো। বোমাতঙ্কের ঘটনায় বিমানটি দ্রুত মরক্কোর কাসাব্লানকা বিমানবন্দরে জরুরী অবতরণ করে।

তুরস্ক বিমান কতৃপক্ষ জানিয়েছে, এই ধরণের পরিস্থিতিতে দ্রুত অবতরণ করাই প্রমিত প্রক্রিয়া।

গতকাল সকালে বিমানটি ইস্তাম্বুল থেকে জাপানের টোকিওতে যাচ্ছিলো। তখন তথ্য পাওয়া যায় যে, বিমানের শৌচাগারে `সি-৪`(অত্যন্ত বিপজ্জনক প্লাস্টিক বিস্ফোরক) বোমা আছে। এরপর বিমানটিকে অবতরণ করিয়ে যাত্রীদের নামিয়ে দেয়া হয়।

অবশ্য গোটা বিমানে কোথাও বোমার কোন খোঁজ মেলেনি।

এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।