বুকের দুধ অনলাইন শপে, মিলছে ভেজালও


প্রকাশিত: ০৮:২৫ পিএম, ০৭ এপ্রিল ২০১৫

বিশ্বজুড়ে অনলাইন শপিং এতোটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, সেখানে এখন পাওয়া যায় বুকের দুধও। এক ক্লিকেই কিনতে পারবেন মায়ের দুধ। দিন দিন চাহিদা বেড়েও চলেছে এই দুধের। আমেরিকায় এই দুধের চাহিদা সবচেয়ে বেশি। ইউরোপের বিভিন্ন দেশেও অনলাইন বুকের দুধ কেনার ব্যাপক চল শুরু হয়েছে।

কিন্তু আশঙ্কার বিষয়টি হলো, আর সবকিছুর মতোই এই মায়ের বুকের দুধও ভেজাল বিক্রি হচ্ছে।

বিজ্ঞানীরা অনলাইনে ১০২টি জায়গা থেকে মায়ের দুধ কিনে পরীক্ষা করে দেখেছেন  বেশিরভাগ দুধেই  মারাত্মক ব্যাকটিরিয়া, ভাইরাস রয়েছে, যা শিশুদের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। বুকের দুধের নামে ওই সব দুধে গরুর দুধ মিশিয়ে দেওয়া হচ্ছে। এতে বাড়ছে বিপদ।

সম্প্রতি ব্রিটিশ মেডিক্যাল জার্নালে এই সমীক্ষা প্রকাশ করা হয়েছে।

চাহিদা বাড়ায় অর্থ উপার্জনের লোভে ভেজাল দেওয়া হচ্ছে দুধে। আমেরিকায় `ওনলি দ্য ব্রেস্ট` নামে এক ওয়েবসাইটে বিক্রি হয় এমন দুধ। এই ওয়েবসাইটে বুকের দুধ বিক্রি হয় ক্লাসিফায়েড বিজ্ঞাপনের মাধ্যেম। যে কেউ সাইন ইন করে এই ওয়েবসাইটের মাধ্যমে মায়ের দুধ কিনতে বা বিক্রি করতে পারেন।

এই ওয়েবসাইটে বুকের দুধ বিক্রি করা ওয়েম্বলির এক মহিলা জানান ১০০ মিলিলিটার দুধ তিনি বিক্রি করেন ১০ ইউরোয়। তিন মাস আগে তিনি সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানকে খাওয়ানোর পর অতিরিক্ত দুধ তিনি `ওনলি দ্য ব্রেস্ট` নামের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করেন।      

বিকিকিনির বাজারে মায়ের দুধের মতো স্পর্শকাতর একটি জিনিসে ভেজাল ঠেকাতে তাই জোর দাবি উঠেছে ক্রেতামহল থেকে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।