দক্ষিণ কোরিয়ায় রানওয়ে থেকে বিমান ছিটকে আহত ২০


প্রকাশিত: ১০:৫৯ এএম, ১৫ এপ্রিল ২০১৫

দক্ষিণ কোরিয়ার এশিয়ান এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় রানওয়ের পাশে ছিটকে পড়েছে। দক্ষিণ কোরিয়া থেকে উড়ে আসা বিমানটি জাপানের হিরোশিমা বিমানবন্দরে নামার সময় ঘটে এ দুর্ঘটনা।

৭৪ জন যাত্রী এবং সাতজন ক্রু নিয়ে বিমানটি ছিটকে পড়লে জরুরি অবতরণের জন্য ইমারজেন্সি স্যুট ব্যবহার করা হয়। এতে ২০জন যাত্রী সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

বিমানটির বাম চাকায় কোনো বস্তুর ভাঙা টুকরা ঢুকে যাওয়ায় এ বিপত্তি হয়েছে বলে ধারণা করছে দুর্ঘটনার কারণ তদন্তকারীরা। এ ঘটনার পর হিরোশিমা বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।