সাদ্দামের সহকারীকে হত্যা


প্রকাশিত: ০২:৫৪ পিএম, ১৭ এপ্রিল ২০১৫

ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাবেক সহকারী ও বিদ্রোহীদের অন্যতম নেতা ইজ্জাত ইব্রাহিম আল দুরিকে হত্যা করা হয়েছে। বাগদাদের উত্তরে সালাহউদ্দিন নামক স্থানে প্রদেশের সময় পালাতক এই নেতা সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ মারা যান বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্র ২০০৩ সালে ইরাক আক্রমন ও ২০০৬ সালে সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড কার্যকর করে। ওই সময় সাদ্দাম হোসেনের সহকারী ছিলেন ইজ্জাত ইব্রাহিম আল দুরি। এরপর থেকেই পলাতক ছিলেন ইজ্জত ইব্রাহীম। যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী ছিলেন তিনি।

৭২ বছর বয়সী এ নেতা বিদ্রোহী গোষ্ঠী ‘নাকসবন্দী অর্ডার’-এর নেতৃত্ব দিতেন। চরমপন্থী ইসলামিক স্টেটের (আইএস) উত্থানের নেপথ্য শক্তি এ নাকসবন্দী অর্ডার গোষ্ঠী।

সালাউদ্দিন প্রদেশের গভর্নর রায়েদ আল জাবুরি বলেছেন, শুক্রবার প্রদেশের পূর্ব তিকরিতে এক অভিযানে সরকারি সৈনিক ও শিয়া যোদ্ধারা ইজ্জতকে হত্যা করেন।

দুই সপ্তাহ আগে তিকরিতের পুনর্দখল নেয় সরকারি বাহিনী। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সহায়তায় আইএসের কাছ থেকে ইরাকের বেশিরভাগ অঞ্চলের দখল ও নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করেছে সরকারি সৈন্যরা। তবে উত্তর ও পশ্চিম ইরাকের বেশকিছু শহর, এর মধ্যে মসুলও জিহাদিদের দখলে রয়েছে।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।