সারাদিন ঘরেই কাটালেন রাহুল


প্রকাশিত: ০৭:১০ এএম, ১৮ এপ্রিল ২০১৫

অজ্ঞাতবাস থেকে ফিরে এসেও সারাদিন ঘরে কাটালেন কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী। শুক্রবার সকালে এআইসিসি দফতরে দলের সম্পাদকদের বৈঠক ডাকা বৈঠকেও উপস্থিত হননি রাহুল গান্ধী। এমনকি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকও বাতিল করেন তিনি।

এরপর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী তুঘলক লেনের রাহুলের বাড়িতে যান। সেখানে তিনি দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছিলেন। এ সময়ে প্রিয়াঙ্কাও যান সেখানে। তবে তিনি কিছুক্ষণ থেকে বেরিয়ে আসেন। পরে সোনিয়া গান্ধী একাই বেরিয়ে আসেন। তবে তারা অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করেননি। এছাড়া দলের পক্ষ থেকেও কিছু বলা হয়নি। 

কংগ্রেসের এক শীর্ষ নেতা বলেন, অনেকদিন পরে রাহুল ফিরে এসেছেন। তাই পরিবারের সঙ্গেই তিনি কথা বলেছেন।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।