ইয়েমেনে বিমান হামলায় নিহত ৩৬


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৮ এপ্রিল ২০১৫

ইয়েমেনের এডেন নগরীতে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলা আরও জোরদার করা হয়েছে। এদিকে তায়েজ নগরীতেও যুদ্ধের ব্যাপকতা বৃদ্ধি পেয়েছে। শুক্রবার দেশটির শীর্ষ কর্মকর্তারা এ কথা জানান।

প্রাদেশিক কর্মকর্তা আবেদ্রাবো আল-মিহওয়ালি জানান, ইয়েমেনের বৃহত্তম বিমান ঘাঁটি আল-আনাদ থেকে বের হয়ে আসা গাড়ি বহরে গতরাতে বিমান হামলায় কমপক্ষে ২০ বিদ্রোহী নিহত এবং দু’টি ট্যাংক ও চারটি সাজোয়াঁ গাড়ি বিধ্বস্ত হয়েছে। তায়েজেও বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছেন।

ইয়েমেনে আল-কায়েদার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধে এ বিমান ঘাঁটিকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হয় এবং গত মাসে বিদ্রোহীরা অগ্রসর হওয়ায় পশ্চিমা সৈন্যরা সেখান থেকে সরে আসে। এতে সেখানে এক ধরনের শূন্যতা সৃষ্টি হওয়ায় জিহাদিরা এটাকে তাদের বড় ধরনের সফলতা বলে দাবি করছে।

এদিকে নির্বাসিত প্রেসিডেন্ট আবেদ্রাবো মনসুর হাদির অনুগত সৈন্যরা হুথি শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে জোরদার প্রতিরোধ গড়ে তুলেছে। সামরিক সূত্র ও স্থানীয় বাসিন্দারা জানায়, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রয়েছে। বাড়িতে গোলার আঘাতে তারা নিহত হন।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।