সৌদিকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ইরান ও পাকিস্তান
ইয়েমেনে বিমান হামলা বন্ধের সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তান। একই সঙ্গে সমস্যা সমাধানে ইয়েমেনের সবপক্ষ সংলাপ শুরু করবে বলেও দেশ তিনটির পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়া আফখাম জানান, নিরীহ ও নিরস্ত্র মানুষ হত্যা বন্ধের বিষয়টিকে নিঃসন্দেহে এক ধাপ এগিয়ে যাওয়া হিসেবে গণ্য করতে হবে। তবে সবপক্ষকে নিয়ে সরকার গঠনের জন্য ইয়েমেনে অবিলম্বে সংলাপ শুরু করা দরকার।
যুক্তরাষ্ট্রের জতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র আলিস্টিয়ার বাসকেই জানান, যুক্তরাষ্ট্র সবসময় মানবতার পক্ষে সমর্থন দিয়ে থাকে।
এছাড়া বুধবার সকালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র তাসনিম আসলাম এক টুইট বার্তায় জানান, ইয়েমেনে সমস্যা সমাধানে পাকিস্তান সৌদি আরবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।
## ইয়েমেনে বিমান হামলা বন্ধ করলো সৌদি আরব
এএইচ/এমএস