২০১৬ সালে চিলি সফরে যাবেন পোপ


প্রকাশিত: ১১:৫০ এএম, ০৭ মে ২০১৫

২০১৬ সালে দক্ষিণ আমেরিকার দেশ চিলি সফরে যাবেন পোপ ফ্রান্সিস। রোমে চিলির পররাষ্ট্রমন্ত্রী ও ভ্যাটিকান সিটির পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক বৈঠকের পর বুধবার দেশটি এ কথা নিশ্চিত করেছে।

ফিলিপাইনে জানুয়ারি মাসে এক সফরকালে পোপ বলেন, ২০১৬ সালে চিলি, আর্জেন্টিনা ও উরুগুয়ে সফরের পরিকল্পনা রয়েছে তার। পোপের এ ঘোষণার পর তার চিলি সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৯৮৭ সালে ২য় জন পল প্রথম পোপ হিসেবে চিলি সফর করেন। সে সময় দেশটিতে স্বৈরশাসক আগাস্তো পিনোশিটের শাসন চলছিল।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।