চিলির মন্ত্রিপরিষদে রদবদল
চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট বুধবার আকস্মিকভাবে তার মন্ত্রিপরিষদে রদবদলের ঘোষণা দিয়েছেন। তার সমাজতান্ত্রিক সরকারের সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে এ পদক্ষেপ নিলেন তিনি।
ব্যাচলেট কানাল ১৩ টেলিভিশনকে বলেন, ‘মন্ত্রিপরিষদে পরিবর্তন আনার সময় হয়েছে। ‘আমি মন্ত্রিপরিষদের সকল সদস্যকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছি। কারা মন্ত্রিপরিষদে থাকবেন এবং কারা চলে যাবেন তা জানাতে ৭২ ঘণ্টা সময় নেব।’ এক্ষেত্রে কি ধরণের রদবদল হতে পারে সে ব্যাপারে প্রেসিডেন্ট কোনো ধারণা দেননি।
ব্যাচলেট ২০০৫ সালে চিলির প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ৬২ শতাংশ ভোট পেয়ে তিনি ২০১৩ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হন। চিলিতে ১৯৯০ সালে গণতন্ত্র ফিরে আসার পর এই প্রথম কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন।
একে/আরআই