দানবীয় অজগরের কাণ্ড! (ভিডিও)


প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১১ মে ২০১৫

এ দানবীয় দৃশ্য দেখে থমকে গেছে লোকজন। আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো গড়খুটা গ্রামে। যদিও ঘটনাটি ঘটেছে রিজার্ভ ফরেস্টের ভেতরেই, তবু ভয় কাটছে না এলাকাবাসীর।

ভারতের পশ্চিমবঙ্গের সোনাখালি রিজার্ভ ফরেস্টে সোমবার এই দৃশ্য হঠাৎই চোখে পড়ে আলোকচিত্রী রনি চৌধুরীর। আস্ত একটি ছাগলকে গলধঃকরণ করছে একটি অজগর! অজগরের আকারও যে সে নয়! পাকা ১০ ফুটের মতো।

রনি দেখলেন, ছাগলটিকে কব্জায় এনে ততক্ষণে নিস্তেজ তো করেই ফেলেছে, মস্ত হাঁ করা মুখে তাকে গিলছে এবার অজগরটি।

এলাকাবাসীর ভয়ের কারণ হলো, একটা পূর্ণবয়স্ক ছাগলকে যে সাপ এইভাবে কাবু করে ফেলতে পারে, মানুষেরও যে একই হাল করার ক্ষমতা রাখে সেই অজগর, তাতে আর সন্দেহ কী!

জাগো নিউজের পাঠকদের জন্য রোমহর্ষক সেই দৃশ্যটির ভিডিও-


এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।