মোদির বক্তব্যে ভারত জুড়ে সমালোচনার ঝড়


প্রকাশিত: ০৬:২১ এএম, ২০ মে ২০১৫

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বলেন, এক সময় ভারতীয় হিসেবে পরিচয় দিতে মানুষ লজ্জা পেত। এখন তারা ভারতবাসী হিসেবে গর্ববোধ করেন। মোদির এ ধরণের বক্তব্যের পরে ভারত জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নিজ দল বিজেপি ছাড়াও অন্য রাজনৈতিক দলগুলো এবং সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঝড় উঠে।
কংগ্রেস নেতা সঞ্জয় ঝা বলেন, ‘এটা দেশের এবং দেশের মানুষের জন্য চরম অপমান। এতে দেশের এমন অপমান হয়েছে, যা বর্ণনা করা সম্ভব নয়।’

জম্মু-কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ উপহাস করে বলেছেন, এর মানে এই যে, বিজেপি সরকার গঠন হওয়ার আগে দেশ নিয়ে গর্ব করার মতো কেউ ছিল না!

এছাড়াও কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী কপিল সিব্বল বলেছেন, বিশ্বের ইতিহাসে এ রকম ঘটনা ঘটেনি। দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে বলছেন, ভারতে জন্মে আমি লজ্জিত। এতটা পতন আজ পর্যন্ত রাজনীতিতে দেখিনি। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, প্রধানমন্ত্রী আপনি দয়াকরে উল্টোপাল্টা কথা বলা দয়া করে বন্ধ করুন।’

মোদির মন্তব্যের তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। মঙ্গলবার রাত পর্যন্ত টুইটারে সর্বাধিক আলোচ্য বিষয়ের তালিকায় ছিল হ্যাশট্যাগ, ‘মোদি ইনসালটস ইন্ডিয়া’। এতে মোদির মন্তব্যের বিরুদ্ধে কটাক্ষ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আবার মোদির পক্ষে পাল্টা হ্যাসট্যাগ ‘মোদি ইন্ডিয়াজ প্রাইড’ খোলা হয়েছে।

এর আগে চীনের সাংহাইতে গিয়েও মোদি মন্তব্য করেছিলেন, ‘আগে ভারতীয়রা নিজের দেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব প্রকাশ করতেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সেই পরিস্থিতি পাল্টানোর চেষ্টা করছে।’

জেআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।