ব্রিটেনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার


প্রকাশিত: ০৮:২৯ পিএম, ২৩ মে ২০১৫

লন্ডনের জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ৫০ কেজি ওজনের বোমা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার দেশটির পুলিশ বোমাটি উদ্ধার করে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ পর্যন্ত। কেটে গেছে ৬০ বছর। যুদ্ধের সময় জার্মান বিমানহামলায় বোমাটি এসে পরে ব্রিটেনের ওয়েম্বলি স্টেডিয়ামে। কিন্তু বোমাটি তখন ফাটেনি। সেই বোমাই উদ্ধার করা হলো ব্রিটেন থেকে।

বোমাটি উদ্ধার করার সময় ওই অঞ্চলের সমস্ত মানুষকে সাময়িকভাবে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ৪০০ মিটার পথ বেষ্টনী করে উদ্ধার করা হয় ৫০ কেজির ওই বোমাটিকে।

মেট্রোপলিটান পুলিশ মনে করছে ১৯৪০ সালে জার্মানির বিমান থেকেই নিক্ষেপিত হয়েছিল ওই বোমা।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।