পাকিস্তানে প্রেসিডেন্টের ছেলের গাড়িতে হামলায় নিহত ৩


প্রকাশিত: ১১:৪০ এএম, ২৫ মে ২০১৫

পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে দেশটির প্রেসিডেন্ট মামনুন হোসাইনের ছেলে সালমান মামনুনের গাড়ি বহরকে লক্ষ্য করে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় তিনজন নিহত এবং এই ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তান পুলিশ। খবর এফপির।

সোমবার স্থানীয় পুলিশ কর্মকর্তা গোলাম মুস্তফা শাহ বলেন, ‘রোববার রাতে সালমান মামনুনের গাড়ি বহর করাচি সীমান্তবর্তী হাব ইন্ডাস্ট্রিয়াল জোন দিয়ে যাওয়ার সময় রিমোটের সাহায্যে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিস্ফোরক বহনকারী একটি মোটরসাইকেলের বিস্ফোরণ ঘটানো হয়।’

তিনি আরো বলেন, বিস্ফোরণের সময় সালমান মামনুনের গাড়িটি ঘটনাস্থল অতিক্রম করে ফেলায় তিনি অক্ষত রয়েছেন। বিস্ফোরকটি একটি রিকশা ও বহরের শেষ গাড়িটিকে আঘাত করে।

মুস্তফা শাহ বলেন, ‘বিস্ফোরণে রিকশার চালক, আরোহী ১২ বছর বয়সী এক কিশোর ও এক পথচারী নিহত হয়েছেন। এছাড়াও এই ঘটনায় নিরাপত্তা বাহিনীর চার পুলিশ সামান্য আহত হয়েছেন।’

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জাহিদ উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, প্রেসিডেন্টের ছেলে ওই এলাকার একটি দুগ্ধ খামারের মালিক। তিনি প্রায়ই সেখানে যান।

এসকেডি/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।