গ্রিস সংকট : অর্থনৈতিক সংস্কারের পক্ষে পার্লামেন্ট


প্রকাশিত: ০৩:১৬ এএম, ১১ জুলাই ২০১৫

অর্থনৈতিক সংকট কাটাতে সরকারের সর্বশেষ সংস্কার প্রস্তাব অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট । পার্লামেন্ট অধিবেশনে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনার পর ২৫১ জন সংসদ সদস্য প্রস্তাবের পক্ষে  ভোট দেন। খবর বিবিসি।

দেশটির ঋণ মুক্তির ব্যাপারে ইউরোজোনের সহায়তার জন্য এই প্রস্তাব নিয়ে অগ্রসর হতে সরকারকে সমর্থন দিলেন এই্ সাংসদরা। কিন্তু নিজ দলের কয়েকজন সাংসদ এই সংস্কার প্রস্তাবে প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাসকে ভোট দেননি।

প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস বলেন, এই প্রস্তাবে এমন অনেক কিছুই রয়েছে, যা তার নির্বাচনী অঙ্গীকারের মধ্যে ছিল না। গ্রিস সরকার ঋণ মুক্তির জন্য তাদের এই প্রস্তাব ইউরোজোনের দাতাদের কাছে পাঠিয়েছে। রোববার ইউরো জোনের নেতাদের সম্মেলনে এই প্রস্তাব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

এসআইএস/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।