তিউনিসিয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সিনিয়র জঙ্গি নেতা নিহত
তিউনিসিয়ায় আল কায়দার সঙ্গে সম্পর্কযুক্ত এক জিহাদি গ্রুপের সিনিয়র জঙ্গি নেতা নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সাম্প্রতিক অভিযানে যে পাঁচ জঙ্গি নিহত হয়েছে তিনি তাদের একজন।
প্রেসিডেন্টের মুখপাত্র মোয়েজ সিনাউ শনিবার তার টুইটার বার্তায় বলেন, ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, মুরাদ ঘারশালি শুক্রবারের হামলায় প্রাণ হারিয়েছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মধ্যাঞ্চলীয় গাপসা এলাকায় শুক্রবারের হামলায় পাঁচ জঙ্গি নিহত হয়েছে।
ঘারশালি (৩২) তিউনিসিয়ার প্রধান জিহাদি গ্রুপ ওকবা ইবনে নাফা ব্রিগেডের অন্যতম নেতা। দেশটিতে সাম্প্রতিক সময়ের ব্যাপক সহিংসতার জন্যে জিহাদি গ্রুপটিকে দায়ী করা হচ্ছে।
তিউনিসিয়ায় এক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট জাইন আল আবিদিন বেন আলীকে ক্ষমতাচ্যুত করার পর কট্টর ইসলামপন্থীদের উত্থান ঘটেছে।
একে/আরআইপি