মঙ্গলে হেলিকপ্টার পাঠাবে নাসা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১২ পিএম, ১২ মে ২০১৮

এবার মঙ্গল গ্রহে হেলিকপ্টার পাঠানোর পরিকল্পনা করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। লালগ্রহের ব্যাপারে অনুসন্ধান আরও জোরদার করতে আগামী ২০২০ সালের মধ্যে ড্রোনের মতো মানবহীন চপারের ক্ষুদ্র সংস্করণ সেখানে পাঠানোর পরিকল্পনা করছে নাসা।

এই মিনি হেলিকপ্টারের নাম হবে দ্য মার্স হেলিকপ্টার। এর ওজন হবে চার পাউন্ড বা ১.৮ কিলোগ্রামেরও কম। এর মূল অংশটির আকার একটা সফট বলের মতো।

মার্স ২০২০ রোভারের সঙ্গেই এই মিনি হেলিপক্টারটি জুড়ে দেওয়া হবে। মার্স ২০২০ রোভার একটি চাকাযুক্ত রোবট। এর লক্ষ্য মঙ্গলের পরিবেশের বসবাস যোগ্যতা এবং প্রাচীন প্রাণের অনুসন্ধানের পাশাপাশি প্রাকৃতিক সম্পদ খুঁজে দেখা। সেই সঙ্গে ভবিষ্যতে মঙ্গলে মানুষ পাঠানোর ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাগুলি সম্পর্কেও তথ্য সংগ্রহ করা হবে।

নাসার প্রশাসক ডিম ব্রিন্ডেনস্টাইন এক বিবৃতিতে বলেন, নাসার ইতিহাস গর্বের বিষয়। মহাকাশ গবেষণায় এমন অনেক কিছু করেছে, যা আগে কখনও হয়নি। মঙ্গলে এর আগে কোনও দেশই হেলিকপ্টার পাঠায়নি। অন্য একটি গ্রহের আকাশে হেলিকপ্টার ওড়ার ধারণাটি চমত্কার।

টিটিএন/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।