মানিকছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে
খাগড়াছড়ির মানিকছড়িতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপি) র ডাকে শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে।
মানিকছড়িতে বাঙালিদের ভূমি বেদখল, মাদরাসা ও খামার বাড়িতে অগ্নিসংযোগসহ ভূমি রক্ষা কমিটির নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা রেবাবার এক সংভাদ বিজ্ঞপ্তিতে এ অবরোধের ডাক দেন।
সোমবার সকাল থেকেই উপজেলার বিভিন্ন স্তানে পিকেটিং করে অবরোধ করে সমর্থকরা। অবরোধের কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন স্থানে পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, অবরোধ চলাকালে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
উল্লেখ, জেলার মানিকছড়ি উপজেলার বগামারা, বক্রিপাড়া ও মনাদংপাড়ায় বাঙালিদের ভূমি দখল করে মন্দির নির্মাণকে কেন্দ্র করে পাহাড়ি-বাঙালির মধ্যে বিরোধ চলে আসছে। মানিকছড়িতে সম্প্রতি চুক্তিবিরোধী ইউপিডিএফ সমর্থিত মানিকছড়ি ভূমি রক্ষা কমিটি পর পর দু’দফা সড়ক অবরোধের ডাক দেয়।
এসএস/পিআর