মনমোহন সিং করোনা আক্রান্ত, হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৯ এপ্রিল ২০২১

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৫টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণ রয়েছেন এই কংগ্রেস নেতা। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

এর আগে গত শনিবার ভারতের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কয়েকদফা পরামর্শ দিয়ে একটি চিঠি লিখেছিলেন মনমোহন সিং।

চিঠিতে তিনি লিখেন, সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চায়, তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে নির্দিষ্ট সময়ের আগে ভ্যাকসিন ঠিকমতো পৌঁছে দেয়ার নির্দেশনা দিতে হবে। পাশাপাশি ভারতব্যাপী ভ্যাকসিনের বণ্টন যাতে ঠিকভাবে হয়, সেটিও দেখতে হবে। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

 

জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।