এবার কর্ণাটকে অক্সিজেনের অভাবে ২ ঘণ্টায় ২৪ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৩ মে ২০২১

ভারতে সম্প্রতি মারাত্মক আকার ধারণ করেছে অক্সিজেন সংকট। গত এক সপ্তাহে দেশটির রাজধানী দিল্লিতে পর্যাপ্ত অক্সিজেন না পেয়ে অন্তত ৩০ রোগী মারা গেছেন বলে জানা যায়। এবার কর্ণাটকের একটি হাসপাতালে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে প্রাণ হারিয়েছেন ২৪ রোগী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার রাতে রাজ্যটির চামারাজানগর জেলা হাসপাতালে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা।

স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত হাসপাতালটিতে অক্সিজেন না থাকায় একে একে ২৪ রোগী মারা যান।

হাসপাতালটিতে বর্তমানে ১৪৪ জন রোগী চিকিৎসাধীন বলে জানিয়েছেন তিনি।

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা জেলা কর্মকর্তাদের ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বাসাভারাযা বোম্মাই ডিজিপি-আইজিপি প্রবীণ সুদকে অধিকতর তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে বলেছেন।

হৃদয়বিদারক এসব মৃত্যুর ঘটনায় সরকারকে দায়ী করে কঠোর সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এটি মৃত্যু নাকি হত্যা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কেএএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।