করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের অর্থনীতিতে ক্ষতি ২ লাখ কোটি রুপি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৭ জুন ২০২১

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে চলতি অর্থবছরে অন্তত দুই লাখ কোটি রুপি ক্ষতি হতে যাচ্ছে ভারতের অর্থনীতিতে। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) জুন মাসের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

আরবিআই’র পর্যবেক্ষণে বলা হয়, মানুষের সচেতনতা অনেকটা বৃদ্ধি পেলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে রীতিমতো লড়াই করতে হচ্ছে ভারতের অর্থনীতিকে। দ্বিতীয় ঢেউ মূলত প্রভাব ফেলেছে গার্হস্থ্য চাহিদার উপরেই। আর সে কারণেই এই বিপুল পরিমাণ ক্ষতির সম্ভাবনা দেখতে পাচ্ছে আরবিআই। তবে এর সঙ্গে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি’র সরাসরি কোনও যোগসূত্র নেই বলে জানিয়েছে আরবিআই।

আরবিআই আরও জানিয়েছে, মানুষের ব্যাঙ্কে সঞ্চিত আমানত ক্রমেই কম যাচ্ছে। এর ফলে বোঝা যাচ্ছে, মানুষের হাতে নগদ অর্থ কমেছে। যার প্রভাব পড়ছে দৈনন্দিন গার্হস্থ্য চাহিদার ওপরে।

একই ভাবে সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া (সিবিআই)-ও তাদের মাসিক বুলেটিন প্রকাশ করেছে। তাদের মাসিক বুলেটিনে ভারতের অর্থনীতির সামগ্রিক অবস্থা, আর্থিক কাঠামো এবং দেশের সার্বিক উৎপাদনের রেখাচিত্র তিনটি আলাদা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। সেখানেও অর্থনীতির ক্ষতির কথা বলা হয়েছে। তাদের মতে, যত দ্রুত বেশি সংখ্যক মানুষকে টিকা দেয়া সম্ভব হবে, তত দ্রুত এই সমস্যা থেকে ভারত বেরিয়ে আসতে পারবে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।