পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু বাড়লেও কমেছে সংক্রমণ
করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাড়ছে মৃত্যু। আগের দিনের তুলনায় সামান্য হলেও মৃতের সংখ্যা বেড়েছে গত ২৪ ঘণ্টায়। তবে কমেছে সংক্রমণ। খবর : সংবাদ প্রতিদিন।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। তাদের মধ্যে ১৭৬ জন উত্তর চব্বিশ পরগনার। দ্বিতীয় স্থানে উঠে এসেছে পশ্চিম মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ১৬৭ জন। তৃতীয় স্থানে দার্জিলিং। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৫৯ জন। কলকাতা চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৩১ জন।
এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৩০৫ জন।
অন্যদিকে একদিনে সেখানে করোনা প্রাণ কেড়েছে ৩৫ জনের, যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি। মৃতদের মধ্যে ১১ জন উত্তর ২৪ পরগনার, সাতজন কলকাতার, হুগলিতে মৃত্যু হয়েছে পাঁচজনের।
এখন পর্যন্ত করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭ হাজার ৬৭৯ জন।
এমএইচআর/এএসএম