সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৬ নভেম্বর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ০৬ নভেম্বর ২০২১

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

বিশ্বে একদিনে আরও ৭৬৮৮ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৬৮৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ পাঁচ হাজার ২০১ জন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন তিন লাখ ৬৪ হাজার ৭০০ জন।

বার্লিন দূতাবাসের বাইরে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার

জার্মানির বার্লিনে রুশ দূতাবাসের ভবনের বাইরে রাশিয়ার এক কূটনীতিকের মরদেহ উদ্ধার করার খবর প্রকাশ্যে এসেছে। গত ১৯ অক্টোবর ওই কূটনীতিকের মরদেহ উদ্ধার হলেও স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) ঘটনাটি প্রকাশ পায়। দেশটির দ্য স্পিগেল ওয়েবসাইটের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে এ তথ্য। ওই ব্যক্তি দূতাবাস ভবনটির উপরের তলা থেকে পড়ে মারা গেছেন, প্রাথমিকভাবে এমন ধারণা করলেও, কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

ড্রোন ক্যামেরায় ভিডিও বানাতে গিয়ে শ্রীলঙ্কায় ‘বাংলাদেশি’ আটক

শ্রীলঙ্কার ঐতিহাসিক দাঁত মন্দির এলাকায় ড্রোন ওড়ানোয় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। শুক্রবার (৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে তাকে আটক করে দালাদা মালিগাওয়া পুলিশ ইউনিট। পুলিশ বলছে, দাঁত মন্দিরের অন্তর্গত বিশেষ নিরাপত্তা অঞ্চলে বিনাঅনুমতিতে ড্রোন ক্যামেরা ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ।

ভারতে স্বস্তি: পেট্রল-ডিজেলের পর কমলো ভোজ্যতেলের দামও

জ্বালানি হোক বা ভোজ্য, তেলের মূল্যবৃদ্ধিতে ঠিক যেন বাংলাদেশের উল্টো চিত্র ভারতে। বাংলাদেশে যেদিন ডিজেল-কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলো, সেদিনই ভারতে পেট্রল-ডিজেলের দাম কমেছে পাঁচ থেকে ১১ রুপি। আর তার সুফলও পেতে শুরু করেছেন ভারতীয়রা। জ্বালানি তেলের দাম কমার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। বাদ নেই অতিপ্রয়োজনীয় ভোজ্যতেলও।

ভারতের কেন্দ্রীয় খাদ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার (৫ নভেম্বর) থেকে দেশটিতে পাম, সয়াবিন ও সূর্যমুখী তেলের দাম কমেছে পাঁচ থেকে ২০ রুপি পর্যন্ত। তবে অপরিবর্তিত রয়েছে সরিষা তেলের দাম।

ফিলিস্তিনি কিশোরকে গুলি করে মারলো ইসরায়েল

ফিলিস্তিনের ১৩ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েল। পশ্চিম তীরে দখলদার ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেওয়ার সময় ওই কিশোরকে গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মোহাম্মদ দাদাস নামের ওই কিশোর পেটে গুলি লাগার পর শুক্রবার হাসপাতালে মারা গেছে। পূর্বাঞ্চলীয় নাবলাসের বেইত দাজান গ্রামে বিক্ষোভে অংশ নেওয়া আরও ছয় ফিলিস্তিনি আহত হয়েছেন। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ছুড়েছে ইসরায়েলি সেনারা।

যুক্তরাষ্ট্রে গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে একটি গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টনে একটি গানের অনুষ্ঠানের প্রথম দিনেই প্রচুর মানুষ ভিড় করেছে। সেখানে বেশ কয়েকজন আহতও হয়েছেন।

জরুরি বিভাগের কর্মকর্তারা বলেন, ট্রাভিস স্কট অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেসটিভালে মঞ্চের সামনে ভিড় বাড়তে থাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুপ্তচরবৃত্তি: মার্কিন আদালতে চীনা কর্মকর্তা দোষী সাব্যস্ত

চীনের এক গোয়েন্দা কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত করেছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। মার্কিন ও ফরাসি মহাকাশ সংস্থাগুলোর কাছ থেকে প্রযুক্তি চুরি করার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। শনিবার (৬ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জু ইয়ানজুন নামের ওই ব্যক্তি চীনের জিয়াংসু প্রদেশের বিদেশি গোয়েন্দা কার্যালয়ের কর্মকর্তা। ষড়যন্ত্র ও অর্থনৈতিক গুপ্তচরবৃত্তির কারণে দুইটি এবং বাণিজ্যের গোপন বিষয় চুরির তিনটি অভিযোগে আদালত তাকে শুক্রবার দোষী সাব্যস্ত করেন।

সিয়েরা লিওনে জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯১

সিয়েরা লিওনে একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে ওই বিস্ফোরণের ঘটনায় আরও ডজনখানেক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

মহারাষ্ট্রে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১০ করোনা রোগীর মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যের আহমেদ নগরের সিভিল হসপিটালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে স্থানীয় সময় শনিবার সকাল ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আরও এক রোগী গুরুতর আহত হয়েছেন বলে এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

আফগানিস্তানে অধিকারকর্মীসহ ৪ নারীর মরদেহ উদ্ধার

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে চার নারীর মরদেহ পাওয়া গেছে। এক অধিকারকর্মীর মৃত্যুর খবরের পর এ তথ্য জানিয়েছেন তালেবান সরকারের এক মুখপাত্র। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাইদ খোস্তি এক ভিডিও বার্তায় জানান, নগরীর একটি বাড়িতে চারজনের মরদেহ পাওয়ার পর দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।