নেপালে বাস দুর্ঘটনায় নিহত ৫


প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২০ নভেম্বর ২০১৪

নেপালে যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৯ যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। নেপালের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ী এলাকা জাজরকোটে বৃহস্পতিবার এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এবিসি নিউজ।

এতে বলা হয়, বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে যাত্রা করেছিল। পুলিশের এক কর্মকর্তা শের বাহাদুর চৌধুরী বলেছেন, অন্তত ২৪ জন যাত্রী মারা গেছেন বলে অনুমান করা হচ্ছে। ভেরি নদীতে পড়ার পর বাসটি পুরোই নিমজ্জিত হয়েছে। জীবিত বা মৃত যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ডুবুরিরা।

জাজরকোট পুলিশের প্রধান দিনেশ রাজ মাইনালি বলেছেন, এখন পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুটি শিশু রয়েছে। এ ছাড়া আহতাবস্থায় ১০ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসেই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নেপালে অন্তত ১০ জন মারা যান। গত মাসে অপর একটি বাস খাদে পড়ে গেলে অন্তত ১৪ জন মারা যান।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।