অনাস্থা ভোটে ইমরান খান, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি
অনাস্থা প্রস্তাবে ভোট শুরু হওয়ার আগে বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে পাকিস্তানের ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় জেলা প্রশাসনের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির বাইরেও।
এদিকে, পাকিস্তানের পাঞ্জাবের নতুন গভর্নর হিসেবে উমর সরফরাজ চিমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে চৌধুরী মোহম্মদ সারোয়ারকে ওই পদ থেকে সরিয়ে দেয় ইমরান খানের সরকার।
সূত্র: ডন, এনডিটিভি
এসএনআর/জেআইএম