পারস্পরিক দ্বন্দ্ব সমাধানে গুরুত্ব দেয়া উচিত : নওয়াজ শরীফ
পারস্পরিক দ্বন্দ্ব নয় বিদ্যমান সমস্যার সমাধানকে বেশি গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বুধবার নেপালের রাজধানী কাঠমান্ডুর রাষ্ট্রীয় গৃহ সভাতে অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রথম পর্বের বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
‘শান্তি ও সমৃদ্ধির জন্য গভীর সংযোগ’ এ প্রতিপাদ্যে নেপালে অনুষ্ঠিত হচ্ছে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন। সার্ক অঞ্চলের মানুষের উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠাকে পাকিস্তান সর্বোচ্চ গুরুত্ব দেয় বলেও জানান পাক প্রধানমন্ত্রী।
নওয়াজ শরীফ বলেন, আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে পাকিস্তান সব সময়ই সার্কের পাশে থাকবে। ১৮তম সম্মেলনের প্রতিপাদ্যটিতে সকল রাষ্ট্রের মানুষের মনের আকাক্ষা প্রতিফলিত হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের উচিত সকলের সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করার। দারিদ্র্যকে সকলের জন্য গুরুত্বপূর্ণ এজেন্ডা। এ জাতীয় সমস্যার সমাধান করতে সার্কভুক্ত সকল রাষ্ট্রকে একত্রে কাজ করতে হবে।