নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলায় নিহত ১২০
নাইজেরিয়ার কানো শহরের কেন্দ্রীয় মসজিদে আত্মঘাতী বোমা হামলা ও গুলি বর্ষণে অন্তত ১২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২৭০ জন। শুক্রবার জুমার নামাজ চলাকালে দুই আত্মঘাতী হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটায়। এ সময় গুলিবর্ষণ করা হয়। দেশটির উত্তরাঞ্চলীয় কানো শহরের গ্যান্ড মসজিদে এ হামলা চালানো হয়। শহরের মধ্যে এটি সবচেয়ে বড় মসজিদ। নামাজ শুরু হওয়া পরপরই এই হামলা চলে।
মসজিদটি কানোর আমির মুহাম্মদ সানুসির বাড়ির কাছাকাছি অবস্থিত। সাধারণত শহরের প্রভাবশালী মুসলিম নেতারা সেখানে নামাজ পড়েন। তবে সানুসি বর্তমানে সৌদি আরবে আছেন। খবরে বলা হয়েছে, মুহাম্মদ সানুসি দেশটির দ্বিতীয় শীর্ষ ধর্মীয় নেতা। চলতি বছরের শুরুর দিকেও নাইজেরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন তিনি। দেশটির রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণত তিনি কথা বলেন না।
তবে গত সপ্তাহে তিনি জঙ্গি সংগঠন বোকো হারামের বিরুদ্ধে শহরবাসীকে অস্ত্র তুলে নেয়ার আহ্বান জানিয়েছিলেন। পুলিশের একজন কর্মকর্তা বলেন, তার ওই আহ্বান ছিল উস্কানিমূলক। শুক্রবার মাইদুগুরি শহরে আরেকটি বোমা হামলার পরিকল্পনা নস্যাৎ করে দেয় পুলিশ। এর দিনপাঁচেক আগে শহরটিতে দুই নারী বোমারুর আত্মঘাতী হামলায় ৪৫ ব্যক্তি প্রাণ হারান।
একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি প্রায় ৫০ জনের মরদেহ দেখেছেন। এএফপির নাইজেরীয় সংবাদদাতা মুরতালা মোহাম্মেদ বিশেষায়িত হাসপাতালের মর্গে ৯২টি মৃতদেহ দেখতে পেয়েছেন। এদের বেশিরভাগ পুরুষ ও বালক। অনেকের দেহ ঝলসে গেছে। রাতের অন্ধকারে অনেকেই টর্চলাইট অথবা মোবাইলের আলোয় স্বজনদের লাশ খুঁজে ফিরেছেন।
পরে সরকারের একজন সিনিয়র কর্মকর্থা বলেন, বোমা হামলা ও গুলি বর্ষণে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৭০ জন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।