ব্রিটিশ সাবমেরিনে নারীদের যৌন হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৯ অক্টোবর ২০২২
ছবি: সংগৃহীত

ব্রিটিশ সাবমেরিনে নারীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এজন্য দেশটির নৌবাহিনীর প্রধান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। খবর বিবিসির।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে সাবমেরিনে কাজ করা সাবেক নারীরা বলেছেন, কর্মরত অবস্থায় প্রায় সব কর্মকর্তাদের দ্বারাই তারা যৌন হয়রানির স্বীকার হয়েছেন।

ব্রিটিশ নৌবাহিনীর ফার্স্ট সি লর্ড অ্যাডএম স্যার বেন, অভিযোগগুলোকে ঘৃণ্য বলে অভিহিত করেছেন। তাছাড়া রয়্যাল নেভিতে যৌন হয়রানির কোনো স্থান নেই ও এটি সহ্যও করা হবে না।

তিনি বলেছেন, কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে জবাবদিহিতার আওতায় আনা হবে।

একজন নারী জানিয়েছেন, তিনি ঘুমানোর সময় উচ্চ পদমর্যাদার একজন ব্যক্তির দ্বারা যৌন নিপীড়নের শিকার হন। তাছাড়া একজন সিনিয়র অফিসার তার কিডনিতে ঘুষিও মেরেছেন।

অন্যান্য নারীরা অভিযোগ করেছেন যে, তাদের প্রায়ই যৌন কাজ করতে বলা হয়েছিল এবং প্রায়ই ক্লিপবোর্ড ও কলম দিয়ে আঘাত করা হতো।

২০১১ সালে যুক্তরাজ্যে সাবমেরিনে নারীদের নিয়োগের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এরপর এক দশকেরও বেশি সময় ধরে এই ঘটনা ঘটছে বলে দাবি করা হয়।

এমএসএম

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।