একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু রাশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৭ মার্চ ২০২৩

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই কমেছে। এসময়ে ১৩৯ জন মারা গেছেন। সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৫৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ২৬ হাজার ৯১৭ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ১৫১ জনে।

২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দৈনিক প্রাণহানির তালিকায় রাশিয়ার পরেই তাইওয়ান, জাপান, চিলির মতো দেশগুলোর অবস্থান।

সোমবার (২৭ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা যায়।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৯৪০ জন এবং মারা গেছেন ৩২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ২১০ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৭৮ জনের।

তাইওয়ানে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন চারজন এবং মারা গেছেন ২৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত এক কোটি দুই লাখ ৩৯ হাজার ৯৯৮ এবং মারা গেছেন ১৮ হাজার ৯৮৫ জন।

লাতিন আমেরিকার দেশ চিলিতে একদিনে শনাক্ত দুই হাজার ৪৪৬ জন এবং মারা গেছেন ১৫ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় শনাক্ত ৯ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন তিনজন।

জাপানে ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ২২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৭৮৫ জন শনাক্ত এবং ৭৩ হাজার ৭৪৭ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন এক হাজার ৪১১ জন এবং মারা গেছেন ৬ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৬১ লাখ দুই হাজার ২৯ জন এবং মারা গেছেন ১১ লাখ ৫৩ হাজার ৭৩০ জন।

এছাড়া বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় ফ্রান্সে ৬ হাজার ২১১ জন, অস্ট্রিয়ায় এক হাজার ৮৬১ জন, ইন্দোনেশিয়ায় ৪২৬ জন এবং নিউজিল্যান্ডে এক হাজার ৬০৫ জন শনাক্ত হয়েছেন।

এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।