সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৮ মার্চ ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২০ ওমরাহযাত্রী নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরাহযাত্রীদের বহনকারী ওই বাস আকাবা শার নামক এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উলটে যায় ও একপর্যায়ে সেটিতে আগুন ধরে যায়।
যুক্তরাষ্ট্রে প্রাইমারি স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৬
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভাইলে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) সকালে দ্য কোভিন্যান্ট স্কুলে এ বন্দুক হামলা চালান এক নারী।
মেক্সিকোয় অভিবাসনকেন্দ্রে ভয়াবহ আগুন, নিহত ৩৯
মেক্সিকোয় অভিবাসনপ্রত্যাশীদের একটি বন্দিশিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৯ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার (২৭ মার্চ) দেশটির যুক্তরাষ্ট্র সীমান্তবর্তী সিউদাদ জুয়ারেজ শহরের একটি অভিবাসনকেন্দ্রে আগুন ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। মেক্সিকোর ইতিহাসে বন্দিশিবিরে আগুনের ক্ষেত্রে এটি অন্যতম প্রাণঘাতী ঘটনা।
১০ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত
দশ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। শ্রম ও আবাসিক নিয়ম ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) কুয়েত টাইমসের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেস এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত কমিটির তল্লাশি অভিযান পরিচালনার পর গত তিন মাসের মধ্যে নিয়ম লঙ্ঘনকারীদের বিতাড়িত করা হয়।
৬ ভাগ হচ্ছে আলিবাবা
আর এক ছাদের নিচে সব কাজ নয়, ভাগ হয়ে যাচ্ছে আলিবাবা গ্রুপ হোল্ডিং লিমিটেড। চীনা সংস্থাটির ২২ হাজার কোটি মার্কিন ডলারের সাম্রাজ্য ছয়টি প্রধান ইউনিটে ভাগ হয়ে যাচ্ছে, যা পৃথকভাবে তহবিল সংগ্রহ করবে এবং স্বতন্ত্রভাবে বাজারে শেয়ার ছাড়বে। দুই দশকেরও বেশি সময় আগে প্রতিষ্ঠিত ই-কমার্স জায়ান্টটির জন্য এটিই এযাবৎকালের সবচেয়ে বড় পরিবর্তন।
অবশেষে ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠালো জার্মানি
কয়েক মাস ধরে অনিশ্চয়তার পর অবশেষে জার্মানি ইউক্রেনে লেপার্ড ট্যাংক পাঠানো শুরু করেছে। জার্মানি থেকে লেপার্ড ট্যাংকের প্রথম চালান এরই মধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনীয় ক্রুদের প্রশিক্ষণ দেওয়ার পর ১৮টি অত্যাধুনিক যুদ্ধ ট্যাংক সরবরাহ করলো জার্মানি।
বিদেশিদের সম্পত্তি কেনার সুযোগ দেবে সৌদি আরব
বিদেশিদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশিদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা-ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদির রিয়েল এস্টেট জেনারেল অথরিটির (আরইজিএ) প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আলহাম্মাদ জানিয়েছেন, এ সম্পর্কিত নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে।
ভারতে রাশিয়ার তেল বিক্রি বেড়েছে ২২ গুণ
ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপীয় ক্রেতারা যখন রুশ জ্বালানি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, তখন রাশিয়ার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ভারত-চীনের মতো দেশগুলো। রুশ তেলের বাজারে ইউরোপীয়দের রেখে যাওয়া শূন্যস্থান দ্রুত পূরণ করছে তারা। গত বছর ভারতে রাশিয়ার তেল বিক্রি বেড়েছে একলাফে ২২ গুণ। রুশ উপ-প্রধানমন্ত্রী নিজেই এ তথ্য জানিয়েছেন।
বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে ২৪ হাজার কোটি ডলার ঋণ সহায়তা চীনের
উদীয়মান অর্থনীতির দেশগুলোর অবকাঠামোগত নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রকল্প চালু হয়। মঙ্গলবার (২৮ মার্চ) প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদন বলছে, ২০০৮ থেকে ২০২১ সালের মধ্যে চীন প্রকল্পভুক্ত ২২টি উন্নয়নশীল দেশকে বেল আউট হিসেবে ২৪ হাজার কোটি ডলার ঋণ সহায়তা দিয়েছে।
এবার পাকিস্তানি বংশোদ্ভূত প্রধানমন্ত্রী পেতে চলেছে স্কটল্যান্ড
দীর্ঘ পাঁচ সপ্তাহের লড়াই শেষে স্কটল্যান্ডের ক্ষমতাসীন স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) প্রধান নেতা নির্বাচিত হয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত হামজা ইউসেফ। সোমবার (২৭ মার্চ) এসএনপি প্রধানের পদ নিশ্চিত করেন ইউসেফ। এর মাধ্যমে তিনি নিকোলা স্টার্জেনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।
কেএএ/এমএস