তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা মুকুল রায় কি আবার বিজেপিতে?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৯ এপ্রিল ২০২৩
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন অন্যতম নেতা মুকুল রায় এখন কোন দলে, তা নিয়ে রাজ্য রাজনীতিতে তুমুল আলোচনা চলছে। তার পুত্র শুভ্রাংশু রায় ‘বাবা নিখোঁজ’ বলে পুলিশের কাছে ডায়েরি দায়ের করেছিলেন। তিনিই আবার বলছেন, তার বাবা ‘মানসিকভাবে অসুস্থ’।

মুকুল রায়কে নিয়ে সাম্প্রতিক আলোচনার মধ্যেই গত সোমবার (১৭ এপ্রিল) এ প্রবীণ রাজনীতিবিদ হঠাৎ দিল্লি যাত্রা করেন। এরপর থেকেই রাজ্যজুড়ে জল্পনা শুরু হয়, মুকুল রায় ফের ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিচ্ছেন।

ওইদিন মুকুল রায় কলকাতার সল্টলেকের বাড়ি থেকে বেরিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনে চড়ে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেন। তার কিছুক্ষণ পরেই পুত্র সাবেক তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায় বিমানবন্দরে পৌঁছান। তিনি বিমানবন্দর কর্তৃপক্ষকে অনুরোধ করেন, বাবা অসুস্থ। তাকে যেন যেতে না দেওয়া হয়। কিন্তু ততক্ষণে প্লেন আকাশে উড়াল দেওয়ায় মুকুল রায়কে আর আটকানো যায়নি।

আরও পড়ুন>> কলকাতা বিমানবন্দরে বসলো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি

সেই রাতেই শুভ্রাংশু রায় মুকুল রায়ের নামে একটি নিখোঁজের ডায়েরি করেন। পরে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনৈতিক দলগুলোর দিকে বিস্ফোরক অভিযোগ তুলে মুকুলপুত্র বলেন, কিছু রাজনৈতিক দল আমার অসুস্থ বাবাকে নিয়ে নোংরা খেলায় মেতেছে। আমি কখনোই বলবো না, আমার বাবা উন্মাদ। কিন্তু তার বর্তমানে যে মানসিক পরিস্থিতি, সেটি তার চেয়ে কোনো অংশে কম নয়।

jagonews24

সংবাদমাধ্যমের সামনে শুভ্রাংশুর দাবি, আপনারা যদি বাবাকে জিজ্ঞেস করেন, আজ কত তারিখ, তিনি বলতে পারবেন না। বাবা পারকিনসন্স, ডিমেনশিয়া, ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপে ভুগছেন। এ অবস্থায় তাকে নিয়ে কেউ রাজনীতি করা খুবই নিন্দনীয়।

আরও পড়ুন>> ভারতের সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী মমতা

তার অভিযোগ, দিল্লির কোনো একটি তদন্তকারী সংস্থা থেকে এক হিন্দিভাষী ব্যক্তিকে ফোন করে বলা হয়, তিনি যেন মুকুল রায়ের হাতে ৫০ হাজার রুপি গুঁজে দেন। কারণ, মুকুল রায়ের হাতে এক পয়সাও ছিল না। তিনি কীভাবে টিকিট কাটলেন আর কীভাবে দিল্লি গেলেন, তা আমার কাছে এখনো অজানা।

তৃণমূল-বিজেপি-তৃণমূল, এরপর?
মুকুল রায় তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রতিষ্ঠাতা এবং মমতা ব্যানার্জীর একদা ঘনিষ্ঠতম নেতা হলেও ২০১৭ সালে নাটকীয়ভাবে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিজেপি তাকে বিধানসভা ভোটে দাঁড় করিয়েছিল এবং তিনি জিতে বিধায়কও হন।

ভোটের পরে হঠাৎই পুরোনো দল তৃণমূলে ফিরে যান মুকুল রায়। দলীয় কার্যালয়ে খোদ মমতা ব্যানার্জীর উপস্থিতিতে গলায় উত্তরীয় পরিয়ে তাকে দলে ফিরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন>> জাতীয় দলের তালিকা থেকে বাদ পড়লো মমতার তৃণমূল

এরপরে বেশ কিছুদিন তিনি অসুস্থ থাকেন এবং গত সোমবার রহস্যজনকভাবে ‘নিখোঁজ’ হন। পরে তাকে দিল্লি বিমানবন্দরে দেখা যায়।

jagonews24

এরপরেই মুকুল রায় দিল্লি থেকে নিজেই ঘোষণা করেছেন, তিনি বিজেপিতে ছিলেন, বিজেপিতেই থাকবেন। তিনি সজ্ঞানে দিল্লিতে গেছেন এবং বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করবেন বলেও বলেছেন।

বুধবারের সংবাদ সম্মেলনে মুকুল রায় বলেন, আমি বিজেপিতে ছিলাম, আছি, থাকবো। দল চাইলে আমাকে দিয়ে কাজ করাতে পারে। পঞ্চায়েত নির্বাচনে আমি কাজ করতে ইচ্ছুক। পশ্চিমবঙ্গে যা চলছে, তা মোটেও ভালো নয়।

আরও পড়ুন>> হঠাৎ বাংলাদেশিদের নিয়ে স্মৃতিকাতর মমতা

দিল্লিতে কেন আসলেন, কার সঙ্গে দেখা করবেন সেই প্রসঙ্গ ধোঁয়াশায় রেখে মুকল রায় জানান, কয়েকজনের সঙ্গে দেখা করার চেষ্টা করছি। এখনো সময় পাইনি। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে ফোন করেছিলেন, তার সঙ্গে কথা হয়েছে। তবে সাক্ষাৎ করে কথা বলার জন্য সময় চেয়েছি।

ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে বুধবার অনেকবার কথা হয়েছে বলে জানিয়েছেন এ রাজনীতিবিদ।

কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।