সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ মে ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৯ মে ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

শুকিয়ে যাচ্ছে বিশ্বের অর্ধেকের বেশি জলাশয়

শুকিয়ে যেতে বসেছে বিশ্বের অর্ধেকেরও বেশি হ্রদ ও জলাশয়। এর ফলে ভয়াবহ হুমকিতে পড়েছে কৃষি, জলবিদ্যুৎ ও মানুষের পানযোগ্য পানির ভবিষ্যৎ। গত বৃহস্পতিবার (১৮ মে) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই ভয়াবহ তথ্য উঠে এসেছে।

রাশিয়ার ওপর জি-৭ জোটের নতুন নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্রসহ জি-৭ জোটের দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার ‘ওয়ার মেশিন’, লাভজনক হীরা বাণিজ্য ও ইউক্রেনে পরিচালিত সামরিক অভিযানের সঙ্গে যুক্ত বেশ কয়েকটি সংস্থা এ সংস্থার নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। শুক্রবার (১৯ মে) জাপানে জোটের সম্মেলনে এসব নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

সৌদি যুবরাজের সঙ্গে আকস্মিক বৈঠকে জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পূর্ব ঘোষণা ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পৌঁছেছেন। আরব লীগের সম্মেলনে ভাষণ দিতে ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করতে হঠাৎ করেই দেশটিতে উপস্থিত হয়েছেন তিনি।

১১ বছর পর সৌদি সফরে সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অবশেষে সৌদি আরব সফরে গেলেন। বৃহস্পতিবার (১৮ মে) সৌদির বন্দর নগরী জেদ্দায় পৌঁছান তিনি। আল-আরাবিয়া টিভি ও সিরিয়ান রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরত দিয়ে আল-জাজিরার এ তথ্য জানিয়েছে।

আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী

চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন। ২৩ থেকে ২৪ মে তিনি এ সফর করবেন বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। শুক্রবার (১৯ মে) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন।

এক মাস আমদানির রিজার্ভ আছে পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের (এসবিপি) রিজার্ভ আরও কমলো। বৃহস্পতিবার (১৮ মে) দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ১২ মে শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ৭২ মিলিয়ন কমে ৪ দশমিক ৩১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

পাকিস্তানকে চাপে রাখার দাবি ৬৬ মার্কিন আইনপ্রণেতার

গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষার জন্য পাকিস্তানকে চাপ দেওয়ার দাবিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ৬৬ আইনপ্রণেতা। যদিও বাইডেন প্রশাসন বারবার বলে আসছে, পাকিস্তানের বর্তমান সংকটে তারা কোনো রাজনৈতিক দলের পক্ষ নিতে নারাজ।

ইরাকে নিষিদ্ধ হলো ডলার লেনদেন

এখন থেকে আর ডলারে লেনদেন করতে পারবেন না ইরাকি নাগরিকরা। এ নিষেধাজ্ঞা অমাণ্য করলে গুনতে হবে ১০ লাখ ইরাকি দিনার জরিমানা, হতে পারে কারাদণ্ডও। সম্প্রতি বিনিময় হার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা দেয়।

কলকাতায় সোনার দামে রেকর্ড পতন

গত এক সপ্তাহের হিসাব বলছে, কলকাতায় রেকর্ড পতন হয়েছে সোনার দামে। আর রুপার দাম কমেছে কেজিপ্রতি প্রায় ৩ হাজার ৫০০ রুপি। গত ১১ মে কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দর ছিল ৬২ হাজার ১৩০ রুপি। সেই সোনার দাম এক সপ্তাহ পর অর্থাৎ ১৮ মে হয়েছে ৬১ হাজার ২০০ রুপি।

অপহরণকারীকে গুলতি মেরে ছোট বোনকে বাঁচালো ১৩ বছরের বালক

ঘরে বসে ভিডিও গেম খেলছিল ১৩ বছরের বালক ওয়েন বার্নস। হঠাৎ বাইরে ছোটবোনের চিৎকার শুনতে পায়। ওয়েন প্রথমে ভেবেছিল, বোন হয়তো বন্ধুদের সঙ্গে খেলছে। কিন্তু দ্বিতীয়বার চিৎকার শুনে দ্রুত জানালার কাছে ছুটে যায় সে। গিয়ে দেখে, কেউ একজন তার আট বছর বয়সী বোনকে মুখ চেপে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।