মাঝ আকাশে প্লেনের জরুরি দরজা খোলার কারণ জানালেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৬ পিএম, ২৭ মে ২০২৩

প্লেন বিমানবন্দরে অবতরণ করার আগেই জরুরি দরজা খুলে দেন এক যাত্রী। সেই অবস্থায়ই উড়ে চলে প্লেনটি। ফলে বহু যাত্রী অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার (২৬ মে) দক্ষিণ কোরিয়ায় এ ঘটনা ঘটে।

কিন্তু কেন এমন কাণ্ড? পুলিশের কাছে নিজেই জানালেন অভিযুক্ত সেই যাত্রী।

শুক্রবার এশিয়ানা এয়ারলাইন্সের প্লেনটি জেজু দ্বীপ থেকে দক্ষিণ কোরিয়ার দেগুতে যাচ্ছিল। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এক যাত্রী এর একটি জরুরি দরজা খুলে দেয়। মাটি থেকে তখন প্লেনটির উচ্চতা ছিল অন্তত ৭০০ ফুট।

আরও পড়ুন>মাঝ আকাশে প্লেনের জরুরি দরজা খুলে দিলো যাত্রী

যদিও জরুরি দরজা খোলায় প্লেনটি কোনো দুর্ঘটনার কবলে পড়েনি। তবে যাত্রীদের মধ্যে এর ফলে আতঙ্ক ছড়ায়। অনেকেই অসুস্থ হয়ে পড়েন। বেশ কয়েক জনকে ভর্তি করতে হয় হাসপাতালেও। অভিযুক্ত ওই যাত্রীকে শুক্রবারই আটক করা হয়েছে।

পুলিশকে জানিয়েছেন, তিনি প্লেনের মধ্যে অস্বস্তি বোধ করছিলেন। তাড়াতাড়ি প্লেন থেকে নামতে চেয়েছিলেন। তাই জরুরি দরজাটি খুলেছিলেন। তবে তার এই উত্তর শুনে অবাক হয়েছেন অনেকেই।

পুলিশকে আরও জানান, সম্প্রতি তিনি চাকরি হারিয়েছেন। তাই গত কয়েক দিন ধরে অবসাদে ভুগছেন। মানসিক পরিস্থিতি ভালো নয় বলেও পুলিশের কাছে নিজেই স্বীকার করেছেন ওই যাত্রী।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে গ্রেফতার করার পরিকল্পনা রয়েছে তাদের। এই ঘটনাটি বিস্তারিতভাবে তদন্ত করে দেখবে তারা।

সূত্র: রয়টার্স

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।