আর্থিক সংকটে স্পাইস জেট


প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৪

গভীর আর্থিক সংকটে স্পাইস জেট এয়ারলাইনস। শুধু এ মাসেই বাতিল ঘোষণা করা হয়েছে ১৮৬১টি ফ্লাইট। এর মধ্যে কয়েকটি কাঠমাণ্ডুগামী উড়ান। বাকিগুলো সবই ঘরোয়া উড়ান। শুধু আজকের জন্যই বাতিল হয়েছে ৮১টি ফ্লাইট।

DGCA-এর পক্ষ থেকে বিমান সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন কোনোভাবেই আগামী এক মাসের জন্য আগাম বুকিং না নেওয়া হয়। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহনমন্ত্রী অশোক গজপথি রাজু গত সপ্তাহে স্পাইস জেটের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন।

এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার কাছেও এই বিমান সংস্থার দেনার অঙ্ক দাঁড়িয়েছে প্রায় ২০০ কোটি। শিগগিরই ব্যাংক গ্যারান্টির কাগজপত্র না দেখাতে পারলে স্পাইস জেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে তাঁরাও।  - জি নিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।