ইরাকে চার শিশুর শিরশ্ছেদ


প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৪

ইরাকে চার শিশুর শিরশ্ছেদ করেছে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা। খ্রিষ্টান থেকে মুসলিম হতে না চাওয়ায় শাস্তি হিসেবে তাদের শিরশ্ছেদ করা হয়। দেশটির রাজধানী বাগদাদভিত্তিক একজন খ্রিষ্টান যাজক এই দাবি করেছেন। মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

ভিকার অব বাগদাদ অর্থাৎ বাগদাদের যাজক নামে পরিচিত কানন অ্যান্ড্রিউ হোয়াইট জানিয়েছেন, বাগদাদের অদূরে একটি খ্রিষ্টানপল্লিতে ওই শিশুদের শিরশ্ছেদ করা হয়। ওই এলাকা সম্প্রতি দখল করে নেয় আইএস।

কীভাবে আইএস জঙ্গিদের শিকারে পরিণত হচ্ছে খ্রিষ্টানরা, কীভাবে তাদের কেটে দুই টুকরো করা হচ্ছে, তাদের কীভাবে শিরশ্ছেদ করা হচ্ছে- খ্রিষ্টানদের একটি প্রতিনিধিদলের কাছে নিপীড়নের সেই ভয়াবহ চিত্র তুলে ধরেন অ্যান্ড্রিউ হোয়াইট।

তিনি আরো বলেন, জঙ্গিরা প্রতিনিয়ত খ্রিষ্টানদের লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। প্রতিদিনি নতুন এলাকা খুঁজে সেখানে হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা।

অ্যান্ড্রিউ হোয়াইট জানান, জঙ্গিরা শাসিয়ে বলে, হয় তোমরা ইসলাম গ্রহণ করো অথবা তোমাদের সব সন্তানকে হত্যা করা হবে। এমন পরিস্থিতি চার শিশু ইসলাম গ্রহণে অস্বীকৃতি জানানোয়, তাদের ধড় থেকে মাথা আলাদা করে ফেলা হয়। তবে শিরশ্ছেদের শিকার শিশুদের পরিচয় জানাননি ওই যাজক। - টাইমস অব ইন্ডিয়া

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।