সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৯ আগস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ১৯ আগস্ট ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্কারোপ ভারতের

পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্কারোপ করেছে ভারত সরকার। এই শুল্ক হার চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। মূলত অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতেই এমন পদক্ষেপ নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর দ্য ইকোনমিক টাইমসের।

নিয়ন্ত্রণে আসছে না স্প্যানিশ দ্বীপের দাবানল, চলছে উদ্ধার অভিযান

স্পেনের টেনেরিফ দ্বীপের দাবনাল কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এজন্য সেখানের আরও মানুষকে উদ্ধার করে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় আগুন এখনো ছড়ায়নি।

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

ইউক্রেনের চেরনিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে ৩৭ জন। ইউক্রেনের স্বারাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো এ তথ্য জানিয়েছেন। খবর আল-জাজিরার।

কারাগারে ইমরান খানকে বিষপ্রয়োগ করা হতে পারে: বুশরা বিবি

কারাগারে বন্দি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বিষ’ প্রয়োগ করা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তার স্ত্রী বুশরা বিবি। শুক্রবার (১৮ আগস্ট) এমন আশঙ্কা প্রকাশ করে পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবকে চিঠি দিয়েছেন তিনি।

‘উন্নয়নের সুযোগ-সুবিধা অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে চায় চীন’

সপ্তম চীন-দক্ষিণ এশিয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ওয়াং ই বলেন, উন্নয়নের সুযোগ-সুবিধা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে চায় বেইজিং। এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে একতা ও সমন্বয় জোরদার করে উন্নয়নের নতুন গতি আনবে চীন।

কঠোর হুঁশিয়ারি দিয়ে তাইওয়ানের চারপাশে চীনের সামরিক মহড়া

জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাইওয়ান ঘিরে সামরিক মহড়া শুরু করেছে চীন। শনিবার (১৯ আগস্ট) চীনা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড এ মহড়া শুরু করে।

যুক্তরাষ্ট্র-জাপান-দক্ষিণ কোরিয়ার সম্পর্ক আরও গভীর হচ্ছে

যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে এক শীর্ষ বৈঠকে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে একমত প্রকাশ করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়ার নেতারা। ওই বৈঠকে সম্মিলিতভাবে কঠোর ভাষায় দক্ষিণ চীন সাগরে চীনের ‘বিপজ্জনক ও আগ্রাসী আচরণের’ নিন্দা জানিয়েছেন তারা। খবর রয়টার্সের।

ঘূর্ণিঝড় ‘হিলারি’র প্রভাবে একদিনে এক বছরের বৃষ্টি হওয়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দিকে ধেয়ে প্রবল গতিতে অগ্রসর হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘হিলারি’। ক্যাটাগরি- ৪ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া এ ঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক দিনে এক বছরের সমান বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করা হয়েছে। রোববার অথবা সোমবার (২০ ও ২১ আগস্ট) হ্যারিকেনটির প্রভাবে সেখানে বৃষ্টিপাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক বছরে ৭ নবজাতককে হত্যা

এক বা দুটি হত্যাকাণ্ড নয়, মাত্র এক বছরের মধ্যেই সাতজনকে হত্যা করেছেন তিনি। তাও আবার এদের সবাই ছোট্ট শিশু। পেশায় তিনি একজন নার্স। মহান এই পেশায় থেকে একে একে সাত নবজাতককে হত্যা করেন তিনি। এই ঘটনা যেন সিনেমাকেও হার মানিয়েছে। গত এক বছরে ছোট্ট ফুটফুটে শিশুদের হত্যা করে বহু মায়ের বুক খালি করেছেন লুসি লেটবি নামের ৩৩ বছর বয়সি এই নার্স।

প্রয়োজনে ১০০০ বছর জেলে থাকতে রাজি ইমরান খান

অনেকদিন ধরেই কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কিন্তু এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই। শুক্রবার ইমরান খান বলেন, তিনি প্রয়োজনে এক হাজার বছর কারাবাস সহ্য করতেও প্রস্তুত। দেশের জন্য তিনি দিনের পর দিন কারাগারে বন্দি থাকতে প্রস্তুত রয়েছেন বলে জানান।

এমএসএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।