উজবেকিস্তানের সার্বভৌমত্ব রক্ষা সমর্থন করে চীন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ পিএম, ০৯ অক্টোবর ২০২৩
উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিপভ ও চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং /ছবি: সংগৃহীত

চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বলেছেন, বেইজিং বরাবরের মতোই উজবেকিস্তানকে জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পাশাপাশি বাস্তবতার সঙ্গে মানানসই উন্নয়নের পথ অনুসরণে তাসখন্দকে দৃঢ়ভাবে সমর্থন করবে। চীনের চেচিয়াং প্রদেশের হাংচৌতে ১৯তম এশিয়ান গেমসের সমাপনী অনুষ্ঠানে উজবেকিস্তানের প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আরিপভের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন লি ছিয়াং।

‘চীন-উজবেকিস্তান ঘনিষ্ঠ প্রতিবেশী। দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা বাড়াতে, আন্তঃসংযোগ উন্নত করতে, জ্বালানি সহযোগিতা বাড়াতে ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা গভীর করতে চীন উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

লি ছিয়াং আরও বলেন, চীন উজবেকিস্তানে বিনিয়োগ, ব্যবসা শুরুতে বিশ্বের অন্যান্য দেশকে উৎসাহিত করে ও দেশটিকে একটি সৃজনশীল অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার বিষয়টি সমর্থন করে। তিনি শিক্ষা, সংস্কৃতি, পর্যটন, খেলাধুলা এবং স্বাস্থ্যসেবায় সহযোগিতা জোরদার করতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান।

সূত্র: সিজিটিএন

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।