পাকিস্তানে ড্রোন হামলায় নিহত ৪


প্রকাশিত: ০৯:০৮ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

পাকিস্তানের আদিবাসী অধ্যুষিত উত্তর ওয়াজিরিস্তানে মার্কিন ড্রোন হামলায় সন্দেহভাজন চার বিদ্রোহী নিহত হয়েছেন। দত্তখেল তেহশিলে শনিবার এ হামলার ঘটনা ঘটে। ড্রোন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে গোয়েন্দা সূত্র জানিয়েছে। নিহতদের পরিচয় জানা যায়নি।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানের ৭টি আদিবাসী অধ্যুষিত জেলার মধ্যে উত্তর ওয়াজিরিস্তান অন্যতম। তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর শক্ত ঘাঁটি মনে করা হয় উত্তর ওয়াজিরিস্তানকে।

ওই অঞ্চলের তালেবান সদস্যদের দমনে চলতি বছরের মধ্য জুন থেকে পাকিস্তান সেনাবাহিনী জার্ব-ই-আজব নামে একটি অভিযান শুরু করে। অভিযানটি এখনো চলছে। সূত্র : ডন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।