জুলাই গণহত্যা

সাবেক এসি রাজন কুমার সাহাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৫
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক এসিকে রাজন কুমার সাহা

জুলাই আন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতার বাড্ডা জোনের সাবেক সহকারী কমিশনার (এসি) এএসপি রাজন কুমার সাহাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের করা আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (১২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে বিকেলে রাজন কুমার সাহাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরপর তার বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি হয়।

বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তিনি বলেন, জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক এসি রাজন কুমার সাহাকে গ্রেফতারের পর ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে সন্ধ্যায় ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এফএইচ/বিএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।