চিফ প্রসিকিউটরের সঙ্গে মার্কিন সংস্থার দুই কর্মকর্তার সাক্ষাৎ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ১৩ মে ২০২৫
চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের দুই কর্মকর্তা/ছবি সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের ভাইস প্রেসিডেন্ট এঞ্জেলিকা বিয়েন্স ও স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের পর চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম তার ফেসবুক ওয়ালে লিখেছেন, মার্কিন মানবাধিকার সংস্থা ‘রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস’-এর ভাইস প্রেসিডেন্ট বিশিষ্ট মানবাধিকার আইনজীবী এঞ্জেলিকা বিয়েন্স এবং স্টাফ অ্যাটর্নি ক্যাথরিন কুপার আজ সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান বিচারপ্রক্রিয়া সম্পর্কে তাদের ইতিবাচক আগ্রহের কথা জানিয়েছেন এবং বিচারিক ও তদন্ত প্রক্রিয়ার আন্তর্জাতিক মান সংরক্ষণে তারা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সহায়তার কথা ব্যক্ত করেছেন।

এফএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।