দণ্ডের বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল ও জামিন শুনানি চলছে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১:২৩ এএম, ১৪ মে ২০২৫
ডা. জুবাইদা রহমান/ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে। একই সঙ্গে ড. জুবাইদা রহমানের জামিন আবেদনের ওপরও শুনানি চলছে।

বুধবার (১৪ মে) ১০টা ৫৫ মিনিটের দিকে হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চে শুনানি শুরু হয়েছে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান। তাকে সহযোগিতা করছেন ব্যারিস্টার কায়সার কামাল।

এর আগে, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দিয়ে বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করা হয়। বিষয়টি শুনানির জন্য ১৪ মে হাইকোর্টের বেঞ্চের কার্যতালিকায় রাখা হয়।

মঙ্গলবার (১৩ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জুবাইদা রহমানের পক্ষে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এই আবেদন করেন।

অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এরও আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদন করার অনুমোদন দেন হাইকোর্ট।

আরও পড়ুন

জুবাইদা রহমানের পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি নিয়ে জুবাইদা রহমানকে ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করে হাইকোর্টের সংশ্লিষ্ট একক বেঞ্চ এই আদেশ দেন। এরপর আপিল আবেদন করা হয়।

আদালতে ওইদিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এসএম শাহজাহান ও ব্যারিস্টার কায়সার কামাল। তাদের সঙ্গে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জাকির হোসেন ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ্। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান।

দুর্নীতির মামলায় ডা. জোবাইদা রহমানের ৫৮৭ দিনের বিলম্ব মওকুফ করে আপিল করার অনুমতি দেন বলে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক।

এ মামলার বিচার শেষে ২০২৩ সালের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তারেক রহমানকে দুটি অভিযোগে ৯ বছর ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের তৎকালীন বিচারক মো. আছাদুজ্জামান। রায়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন ২০০৪- এর ২৬(২) ধারায় তারেক রহমানকে তিন বছর ও ২৭(১) ধারায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে তিন কোটি টাকা জরিমানা করা হয়। জুবাইদা রহমানকে ২৭(১) ধারায় তিন বছর কারাদণ্ড দেন। তাকেও জরিমানা করা হয়েছে ৩৫ লাখ টাকা।

এদিকে, গত বছরের শেষদিকে এক আবেদনের পরিপ্রেক্ষিতে জুবাইদা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে সরকার। সেই গেজেটে বলা বলা হয়, ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আবেদনের পরিপ্রেক্ষিতে আইন ও বিচার বিভাগ এর মতামতের আলোকে ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন (২০২৪ সালের ১০ অক্টোবর বাংলাদেশ গেজেটে প্রকাশিত) সংশোধনপূর্বক আইনের ক্ষমতাবলে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত, ঢাকা এর মেট্রো বিশেষ মামলা নং-৩৪১/২০২২ (কাফরুল থানার মামলা নং-৫২, তারিখ-২৬-০৯-২০০৭) এ তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আপিল দায়েরের নিমিত্ত বিনাশর্তে এক বছরের জন্য স্থগিত করা হলো। এরপর চলতি বছরের ৬ মে দেশে ফেরেন জুবাইদা রহমান।

এফএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।