শাজাহান খান

জুলাইয়ের ঘটনায় অনুশোচনা প্রকাশ করতে হলে করবো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:১০ পিএম, ১৪ মে ২০২৫
হাজতখানায় নেওয়ার পথে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

জুলাই-আগস্টের ঘটনায় অনুশোচনা প্রকাশ করতে হলে করবেন বলে জানিয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বুধবার (১৪ মে) বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানো শেষে হাজতখানায় নিয়ে যাওয়ার সময় এ মন্তব্য করেন তিনি।

জুলাই-আগস্টের বিষয়ে কী হবে? এর জবাবে শাজাহান খান বলেন, জুলাই-আগস্টের ঘটনার জন্য যদি জবাবদিহিতা করতে হয় করবো। অনুশোচনা প্রকাশ করতে হলে করবো।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আগে সাংবাদিকদের স্বাধীনতা অর্জন করতে হবে। তোমরা লিখতেও পারো না, দেখাতেও পারো না।’ এরপর ধীরে ধীরে তাকে হাজতখানার মধ্যে প্রবেশ করানো হয়।

গত ৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর দফায় দফায় রিমান্ডে নেওয়া হয় তাকে। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।

এমআইএন/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।