খালেদার অনাস্থা : আদালত পরিবর্তনের নথি মহানগর কোর্টে


প্রকাশিত: ১০:১৪ এএম, ২৭ মার্চ ২০১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তনের নথিটি এখন ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। আগামী ৩০ মার্চ খালেদার আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য রয়েছে।

সোমবার ঢাকার ৩ নং বিশেষ জজ আদালত থেকে মামলার নথি মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হয়।

বিষয়টি নিশ্চিত করে আদালতের পেশকার নুরুল আলম জাগো নিউজকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির মামলার নথিটি সোমবার এ আদালতে পাঠানো হয়েছে। আমরা মামলাটি রিসিভ করা হয়েছে

এর আগে গত ৮ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আদালত পরিবর্তনে নির্দেশ দেয় হাইকোর্ট।

ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে মামলাটি স্থানান্তর করে ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেন খালেদা জিয়া। রাজধানীর বকশীবাজারে অবস্থিত আবু আহমেদ জমাদারের বিশেষ আদালতে বিচারাধীন ছিল মামলাটি।

মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদ খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।

পরে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুবেদ রায় ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এ মামলার অপর আসামিরা হলেন-খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), বিআইডব্লিউটিএ-এর তৎকালীন নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

জেএ/এমএমএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।