বিচারপতি এটি মনোয়ার উদ্দিন আর নেই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৫ জুলাই ২০১৭

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এটি মনোয়ার উদ্দিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সন্ধ্যায় রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮১ বছর। দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

বিচারপতি মারা যাওয়ার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সারোয়ার।

তিনি জানান, আপিল বিভাগের সাবেক বিচারপতি কাজী এটি মনোয়ার উদ্দিন চিকুনগুনিয়ায় আক্রান্ত হলে তাকে রাজধানীর এ্যাপোলে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হলে শুক্রবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

তার মৃত্যুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা ও আইনমন্ত্রী আনিসুল হক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আইনজীবী ব্যারিস্টার সারোয়ার বলেন, আগামীকাল রোববার তার মরদেহ বাগেরহাটের নিজ বাড়িতে দাফন করা হবে।

এ বিষয়ে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. সাব্বির জাগো নিউজকে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি কাজী এটি মনোয়ার উদ্দিন আজ মারা গছেন। রাতেই ওনার মরদেহ গ্রামের বাড়িতে নেয়া হবে এবং সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

এফএইচ/এসএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।