জিয়াউর রহমান খানের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক
ঢাকা-২০ (ধামরাই) আসন থেকে চার বার জাতীয় সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রোববার (২৫ এপ্রিল) সকালে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমানের পাঠানো এক শোক বার্তায় প্রধান বিচারপতি ব্যারিস্টার জিয়াউর রহমান খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শনিবার (২৪ এপ্রিল) করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খানের মৃত্যু হয়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
ব্যারিস্টার জিয়াউর রহমান খান পূর্ব পাকিস্তানের সাবেক মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমানের ছেলে। জিয়াউর রহমান ঢাকা-২০ আসন থেকে চার বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
তার বাবা আতাউর রহমান খান ১৯৫৬ সালে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ও ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় প্রধানমন্ত্রী ছিলেন।
এফএইচ/ইএ/জিকেএস