রোববার থেকে বাড়তে পারে হাইকোর্টের বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ এএম, ০৬ আগস্ট ২০২১

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে আগামী ৮ আগস্ট থেকে বিচারকাজ পরিচালনার জন্য হাইকোর্টের বেঞ্চের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সময়ে হাইকোর্টের আট থেকে ১০টি ডিভিশন বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হতে পারে। ওই বেঞ্চের বিচারিক কাজ চলবে ১২ আগস্ট পর্যন্ত।

বৃহস্পতিবার (৫ আগস্ট) প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এর সভাপতিত্ব করেন।

সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ভার্চুয়ালি চালু রাখারও সিদ্ধান্ত হয়। এছাড়া বিধিনিষেধ শিথিল হলে ১৬ আগস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চে বিচার প্রক্রিয়া চালু করা হবে।

এফএইচ/এসজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।