যাত্রাবাড়ীতে পরিবহন শ্রমিক হত্যায় আটজন কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৫ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

‘চাঁদা তোলার জেরে’ যাত্রাবাড়ীতে পরিবহন শ্রমিক ইমরান হোসেনকে (৩৫) হত্যা করা হয়। এ হত্যা মামলায় আট আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

তারা হলেন মো. মুস্তাকিম, খালেদ হাসান ওরফে শুভ, মো. আরিফ হোসেন, তানজিল মিয়া, রমজান মোল্লা, রাসেল, শহীদ শেখ ও আরিফ সরদার।

এর আগে বুধবার (২৫ জানুয়ারি) আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: চাঁদা নয়, বাস মালিকের ‘বউ উদ্ধারে’ টাকা চান জবি ছাত্রলীগকর্মী

এদিকে মামলার এজাহার গ্রহণ করে একই আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৬ মার্চ দিন ধার্য করেছেন।

২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় সিটি টোলের নামে চাঁদা উত্তোলন ঘিরে দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব হয়। এর জেরে বউবাজারের কাঁচাবাজার এলাকায় খুন হন ইমরান হোসেন। এ ঘটনায় ওয়ার্ড কাউন্সিলরসহ ২১ জনের নাম উল্লেখ করে মামলা করেন নিহতের স্ত্রী পপি আক্তার।

মামলার আসামিরা হলেন, স্থানীয় ৫০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুম মোল্লা (৫০), আকরাম উজ্জামান ওরফে উজ্জল মোল্লা (৩৫), মো. মুস্তাকিম (২৮), মো. শুভ (২৪), মোহাম্মদ আলী (২৭), মো. আরিফ (৩৮), তানজিল মিয়া (২৪), বুলু বাবু (৫০), পলাশ (২৭), মো. জামাল (৩০), রাজিব (২৮), রমজান মোল্লা (৩৭), জাহিন (৪০), মো. দেলা (৩৮), মো. হাসান (২৯), মো. সাগর (২৭), মো. রাজু (২৫), মো. সুমন (২৫), ফয়সাল (২৫), পারভেজ (২৬), মো. সোহেল (২৯), মো. রাজন (২৫)। মামলায় আরও ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

আরও পড়ুন: পরিবহন থেকে চাঁদা নিতেন তারা

পুলিশ জানায়, নিহত ইমরান সিটি টোলের নামে নয়, চাঁদা তুলতেন ঢাকা জেলা ট্রাক ট্যাংক-লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নামে। অন্য কাউকে খুন করার পরিকল্পনা ছিল তাদের, তবে খুনিদের ভুলে খুন হন ইমরান।

জেএ/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।